এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি


দিনের পর দিন আলাপ-আলোচনা, মতনৈক্য, অনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। আটটি দলকে দুই গ্রুপে ভাগ ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি। 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সময়সূচি:

তারিখমুখোমুখিসময়ভেন্যু
১৯ ফেব্রুয়ারপাকিস্তান বনাম নিউ জিল্যান্ডবিকেল ৩টাকরাচি
২০ ফেব্রুয়ারিবাংলাদেশ বনাম ভারতবিকেল ৩টাদুবাই
২১ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম দ. আফ্রিকাবিকেল ৩টাকরাচি
২২ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডবিকেল ৩টালাহোর
২৩ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম ভারতবিকেল ৩টাদুবাই
২৪ ফেব্রুয়ারিবাংলাদেশ বনাম নিউ জিল্যান্ডবিকেল ৩টারাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকাবিকেল ৩টারাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম ইংল্যান্ডবিকেল ৩টালাহোর
২৭ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম বাংলাদেশবিকেল ৩টারাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম অস্ট্রেলিয়াবিকেল ৩টালাহোর
০১ মার্চদক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডবিকেল ৩টাকরাচি
০২ মার্চনিউ জিল্যান্ড বনাম ভারতবিকেল ৩টাদুবাই
০৪ মার্চপ্রথম সেমিফাইনালবিকেল ৩টাদুবাই
০৫ মার্চদ্বিতীয় সেমিফাইনালবিকেল ৩টালাহোর
০৯ মার্চফাইনালবিকেল ৩টালাহোর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *