উত্তরা প্রেসক্লাব নির্বাচন সভাপতি রাসেল মানবকন্ঠ – সম্পাদক দেলোয়ার যুগান্তর

শেখ মাসুম হায়দার : উত্তরা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠের তুরাগ (ঢাকা) প্রতিনিধি রাসেল খান, সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের দেলোয়ার হোসাইন।


মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে উত্তরা প্রেসক্লাব ২০২৪-২০২৫ইং নির্বাচন অনুষ্ঠিত হয়।
পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০২১ সালে যাত্রা শুরু করেন উত্তরা প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, অধিকার আদায় ও সুরক্ষা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১১৪ জন সদস্যদের নিয়ে উত্তরা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মাসুম হায়দার, সাংগঠনিক সম্পাদক,স্বপন রানা সোহেল ,অর্থ সম্পাদক ডি এম শাহিন ,দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হৃদয় খান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা রুমা, কার্যকরী সদস্য ১ জেমস্ একে হামিম, কার্যকরী সদস্য ০২ মোঃ মিজানুর রহমান অভি,কার্যকরী সদস্য ০৩ তানজিম মাহামুদ তনু।
২০২৪-২০২৫ইং নির্বাচনে নির্বাচিত এ ১৩ সদস্য কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *