স্টাফ্ রিপোর্টার : পদ্মাবতী নদীর কুলে গড়ে ওঠা সপ্নের পদ্মা সেতু সংলগ্ন মাওয়া ঘাট এলাকায় পদ্মা লাক্সারি রিসোর্টে উত্তরা প্রেস ক্লাবের জমকালো পিকনিক অনুষ্ঠিত হলো।
গত ৬ মার্চ উত্তরা প্রেসক্লাবের জমকালো পিকনিক অনুষ্ঠিত হয়েছে।পিকনিকে বৃহত্তর উত্তরার মূলধারার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের মিলনমেলাতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিনোদনের ব্যাবস্থা ছিল। আয়োজন ছিল ব্যুফে লাঞ্চ সহ বিভিন্ন সময়ে ভাপা পিঠা, চা-কফি, দোহারের বিখ্যাত দই ও মিস্টি পরিবেশন করা হয়।
পেশাদার সাংবাদিক সংগঠন উত্তরা প্রেসক্লাব পিকনিকে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও ইত্তেফাক প্রতিনিধি কাজী রফিক, উত্তরা বাণীর সম্পাদক ও উত্তরা প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব শেখ জুয়েল আনান্দ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ঢাকা উত্তর প্রতিনিধি মনির হোসেন জীবন, নাগরিক টিভি ও মানব কন্ঠের প্রতিনিধি রাসেল খান, যুগান্তর প্রতিনিধি দেলোয়ার হোসেন ও আবু বক্কর সুমন, বিজয় টিভির রুমন মুস্তাফিজ ও হৃদয়, মাই টিভির শাহজালাল জুয়েল ও মাহমুদা আক্তার পুষন, আনন্দ টিভি প্রতিনিধি মোঃ রাসেল হাসান।
আরো উপস্থিত ছিলেন, নাগরিক টিভির স্বপন রানা, লাখো কন্ঠের মিজানুর রহমান মিজান, ইএনবি নিউজের মাসুম হায়দার, ফোকাস বাংলার ইয়াসিন মিয়া, আমার সংবাদের মিরাজ সিকদার, ইস্কান্দার আলী,চমক নিউজের মাসুদ রানা, টুয়েন্টি ফোর নিউজের সানজিদা রুমা, আলোর জগতের আমিনুল ইসলাম আমান, নতুন দিনের শিমুলী আক্তার নিলু, খোলা কাগজের জাভেদ আল মামুন, মুক্তমনের আবিদ মাসুম,বাংলা রাইটারের মামানুর রহমান রানা, ইত্তেশালের গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, সবুজ বাংলাদেশের তমা, আজকের উত্তরার এলেন সরকার ও আলী হোসেন, মাহামুদুর রহমান রবিন, আনিছুজ্জামান আনিস, সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরো ছিল পদ্মা সেতু অবলোকন, সঙ্গীত সন্ধ্যা, নদী ভ্রমন, প্রীতি ফুটবল ম্যাচ, নদীতে সাঁতার প্রতিযোগিতা, প্লেইং কার্ড ম্যাচ, ক্রামবোর্ড ম্যাচ, রাফেল ড্র সহ নানা ধরনের আয়োজন ছিলো।