স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা ৩ নং সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদকের চৌকস নের্তৃত্বে ২৪ ডিসেম্বর রাতে রোডের স্লাব চোর চক্রের প্রধানসহ ২ জনকে আটক করে থানা হেফাজতে দেয়ার তথ্য পাওয়া গেছে।
জানা যায়, কল্যান সমিতির সভাপতি শেখ মামুনুল হক মামুনের নির্দেশে নিরাপত্তা সম্পাদক আলী হায়দার চৌধুরী রবিন তার উত্তরা তিন নম্বর সেক্টরে কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক রবিন চৌধুরীর দিকনির্দেশনায় ডিউটিরত সুপারভাইজার ইউনুস ও মোঃ খোরশেদ আলম কমান্ডারকে অবগত করে তারা তাৎক্ষণিকভাবে সম্মনিত প্রচেষ্টায় ধাওয়া করে মামুন আলী নামে একজন চোরকে মালামাল সহ আটক করে কল্যাণ সমিতি অফিসে নিয়ে আসে।
অত্র বিষয়টি কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদককে অবগত করলে সম্পাদক কল্যাণ সমিতি অফিসে উপস্থিত হয়ে ধৃত চোরকে জিজ্ঞাসাবাদে চোরাইকৃত মালামাল চুরির কথা স্বীকার করলে তাৎক্ষণিক ভাবে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবগত করে।
সেক্টর বিট ইনচার্জ এসআই নাহিদ পারভেজ ঘটনাস্থলে এসে ধৃতচোরকে জিজ্ঞাসাবাদে অতীতের চোরাইকৃত মালামাল সহ তার সহযোগী হাফেজ আলীর ভাংগারির দোকানে গিয়ে তল্লাশি করে পূর্বের চুরিকৃত আরো চারটি স্লাব উদ্ধার করে।
উদ্ধারকৃত স্লাব যে বাড়ি থেকে চুরি হয়েছে সেই বাড়ির মালিককে নিজ দায়িত্বে এস আই নাহিদ হস্তান্তর করেন। ভাঙ্গারি দোকানদার উত্তরা পশ্চিম থানা হেফাজতে আছে। সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে…..