মনির হোসেন জীবন : বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র ১৫ তম বার্ষিকী আজ জামজমকপূর্ন ভাবে উদযাপন করা হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গল বার বিকেলে রাজধানী উত্তরার হাউজবিল্ডিং ৯ নাম্বার সেক্টরের ভিভা চাইনিজ রেষ্টুরেন্টে মাইটিভি’র প্রতিনিধি শাহজালাল জুয়েল ও মাহমুদা আক্তার পুষনের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাংবাদিক রাসেল খান, কাজী রফিক, বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)- এর মনির হোসেন জীবন, শেখ জুয়েল আনান, আশরাফ হোসেন ঢালী, আব্দুল আল মামুন, মমতাজ উদ্দিন খোকন, মানিক খান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান অভি, মোসারফ হোসেন, নাদিম মাহমুদ ও রিফাত সিদ্দিকি সহ আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উত্তরা প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকলেই মাই টিভির সকল কলাকুশলী ও প্রতিনিধিদের আরও সফলতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।