উত্তরা প্রতিনিধি : ট্রাফিক উত্তরা বিভাগে গণপরিবহনের বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন বিভাগ।
উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করেন এয়ারপোর্ট ট্রাফিক জোনের সহকারী কমিশবার সাখাওয়াত হোসেন সেন্টু এবং টিআই জলিল মিয়া।
অভিযান প্রসঙ্গে টিআই জলিল মিয়া বলেন, আমরা অনান্য দিনের মতো আজও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি।সে ক্ষেত্রে বেশ কিছু গাড়ির মামলা ও জরিমানা করা হয়।