‘আয়না ঘর’ ও ‘ভাতের হোটেল’ সংস্কৃতির অবসানের অঙ্গীকার – ডিবি প্রধান

ডিবি অফিসকে আস্থার জায়গায় পরিণত করা

ইএনবি নিউজ : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ডিবি অফিসকে ক্ষতিগ্রস্তদের আস্থার জায়গা হিসেবে পরিণত করার দৃঢ় অঙ্গীকার করেছেন। কোনো ধরনের সুযোগ-সুবিধা বা অসদাচরণ থাকবে না। এছাড়াও ডিবি অফিসে ‘আয়না ঘর’ বা ‘ভাতের হোটেল’ সংস্কৃতি থাকবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় ডিবি অফিস এক সময় তারকাদের আড্ডাস্থল হয়ে উঠেছিল সে নিয়ে সমালোচনা করেন তিনি।শনিবার ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ডিবি অফিস নায়ক-নায়িকাদের আড্ডাখানা নয়। এটা ক্ষতিগ্রস্তদের আস্থার জায়গা হবে, ন্যায়বিচার পাওয়ার জায়গা হবে।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, ‘আমরা ডিবি অফিসকে জনগণের আস্থা ও ভালোবাসার জায়গা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। অসহায় ও ভুক্তভোগীদের সমস্যার কথা শোনা হবে, তারা আইনি সহায়তা পাবেন।’

জবাবদিহি ও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি আশ্বস্ত করে বলেন, ডিবি একটি জনবান্ধব সংগঠনে পরিণত হচ্ছে। কারও বিরুদ্ধে অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার নজরদারিতে কেউ নির্যাতনের শিকার হবেন না বলে জনগণকে আশ্বস্ত করেন অতিরিক্ত কমিশনার।

তিনি বলেন, ‘ডিবি অফিসের কথা শুনলে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধু অপরাধীরাই আমাদের ভয় পাবে। আমি যতদিন এ পদে আছি ততদিন সততা ও পেশাদারিত্বের সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাব।’

অতীতের পুলিশি ব্যর্থতার তুলে ধরতে গিয়ে রেজাউল করিম মল্লিক আগের ঘটনার কথা তুলে ধরেন যেখানে ‘উচ্চাভিলাষী ও অপেশাদার’ কর্মকর্তারা পুরো পুলিশ বাহিনীর অবস্থানের সঙ্গে আপস করেছিলেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের মনোবল ভেঙে পড়া এবং পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ছিল নজিরবিহীন। এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা আগে কখনো হইনি।’

তার নেতৃত্বে এ ধরনের ব্যর্থতার পুনরাবৃত্তি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ডিবি অফিসে অন্যায় সহ্য করা হবে না। বাহিনীর কলঙ্কিত ভাবমূর্তি পুনর্গঠনে মল্লিক বলেন, ডিবিতে দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা সংগঠন পুনর্গঠনে সমন্বিতভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, ডিবির হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষ যাতে অন্যায় নিপীড়ন থেকে মুক্ত হতে পারে তা নিশ্চিত করতে আমরা আইনের যথাযথ প্রক্রিয়ার মধ্যে থেকে কাজ করছি।

স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রেজাউল করিম বলেন, ‘আমি আইনের ঊর্ধ্বে নই। ডিবির কোনো সদস্য অনৈতিক বা অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের জবাবদিহি থেকে অব্যাহতি দেওয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *